রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প

| বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

সুমি শহরে রাশিয়ার হামলায় ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হওয়ার পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য ভ্লাদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন। যুদ্ধে লাখ লাখ লোকের মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকেও দায় দিয়েছেন, জানিয়েছে বিবিসি।

তুমি তোমার চেয়ে ২০ গুণ বড় এমন কারো সঙ্গে যুদ্ধ শুরু করতে পারো না, এবং তারপর আশা করতে পারো না যে লোকজন তোমাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে, সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এমনটাই বলেন ট্রাম্প। তিনি ইউক্রেনে যুদ্ধের জন্য জো বাইডেনকেও দায়ী করেন।

এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য এলো যখন ইউরোপের নেতারা সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রোববার চালানো এ হামলাকে এ বছর ইউক্রেনের বেসামরিকদের ওপর চালানোর সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা বলছে কিয়েভ। এই হামলা প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা খুবই মর্মান্তিক হামলা হয়েছে, এবং রাশিয়া ভুল করেছে বলে তাকে বলা হয়েছে। এরপর এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি। তিনটি মানুষের জন্য লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ধরা যাক এর মধ্যে পুতিন এক নম্বরে, এরপর দুই নম্বরে বাইডেন, যার আসলে কোনো ধারণাই ছিল না তিনি কী করছেন, আর জেলেনস্কি, বলেছেন তিনি। জেলেনস্কির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ইউক্রেনের নেতা সর্বদা ‘ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টায় থাকেন।

যখন আপনি যুদ্ধ শুরু করেন, আপনার জানা উচিত, আপনি জিতবেন কিনা, বলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে বসার পর ট্রাম্প একাধিকবার জেলেনস্কির সঙ্গে বিবাদে জড়িয়েছেন, যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকে দায়ী করতে তাকে আগেও দেখা গেছে। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে দুই দেশের প্রেসিডেন্ট সবার সামনেই তুমুল তর্কে জড়িয়েছিলেন। ট্রাম্প সেসময় জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার দায়ে অভিযুক্ত করেন, পুতিনের সঙ্গেই আগেই শান্তি আলোচনায় না বসায় ইউক্রেনের প্রেসিডেন্টকে কড়া ভাষায় তিরস্কারও করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধের প্রতিবাদে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধবোশেখ মেলা