রুমায় দুই কেএনএফ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জানুয়ারি, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দুর্গম কেপলংপাড়া পাড়া থেকে তাদের আটক করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রুমা উপজেলার দুর্গম কেপলংপাড়া এলাকায় পাহাড়ের অরণ্যে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর চারদিকে ঘেরাওয়ের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে সেনা সদস্যরা। এরা হলেনভান মুন লম বম (৪২) ও ফিলিপ খিয়াং (৩৬)। বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্মকর্তা রাশেদুল আলম খান জানান, রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনীর অভিযানে ২ জন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র মিরাজুন্নবী (দ.) ও ওরছে গাউছুল আজম (রা.) মাহফিলে মুসল্লির ঢল
পরবর্তী নিবন্ধভোগ্যপণ্য পরিবহনে মানা হচ্ছে না নিয়ম, বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি