রুমায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল বাইক চালকের

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৪:৫৫ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় ট্রাকমোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সালেহ (৪৫)। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমাবগালেক সড়কর মুনলাই পাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. সালেহের মৃত্যু হয়। নিহতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া। সে স্থানীয় বাসিন্দার মিয়া হোসেনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হয়েছে। আহতের নাম আজাদ (৩৯)। সেও একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে।

খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বগালেকগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধখুন করে ২৭ বছর আত্মগোপনে
পরবর্তী নিবন্ধবিশ্বের নারীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে এইউডব্লিউ