রুবাইয়া ভেজিটেবলের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২৫ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংকের ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকা আত্মসাতের একটি জারি মামলায় রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিন পরিচালক হলেন হারুনুর রশিদ, আনজুমান আরা বেগম ও হাসনাইন হারুন। গতকাল সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এনসিসি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকা আত্মসাতের অভিযোগে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তিন পরিচালকের বিরুদ্ধে ২০১৩ সালে একটি অর্থঋণ মামলা হয়। এ মামলায় ২০১৯ সালে ব্যাংকের পক্ষে রায় ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু তারা তা করেননি। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধআসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন
পরবর্তী নিবন্ধআমদানি বাণিজ্যে বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে