নগরীর ফয়েজ লেক গ্যালারিয়া এম্বিয়েন্স ব্যাংকুইট হলে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ইফতার মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান আয়োজিত ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন ও আন্তরিক অভিনন্দন জানান।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন রিহ্যাব আয়োজিত ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মনজুরুল ফরহাদ, এ এফ এম ওবায়দুল্লাহ, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–১ মোহাম্মদ মোরশেদুল হাসান, মোঃ লাবিব বিল্লাহ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আবদুল কাইউম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দিন আহাম্মদ, মাইনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ, সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।