রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউতে আগামী ১৩১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার। রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের বিভিন্ন ইভেন্টে কাজ করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করা হয়। গতকাল বৃহস্পতিবার রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান () মোহাম্মদ মোরশেদুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্ত বিনতে নূর, নুর উদ্দিন আহাম্মদ, মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশীষ রায় চৌধুরী, এস এম আদীবুল হুদা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুলকিতে পোচতার প্রথম মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি রেকর্ডে তামিমের পেছনে ধোনি-হাফিজ-ডি ভিলিয়ার্স