রিলায়েন্স মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

রিলায়েন্স মেয়র কাপ অনূর্ধ্ব১৬ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বাকলিয়া সিটি কর্পোরেশন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহিম স্মৃতি স্পোর্টিং ক্লাব ৫ রানে বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর এম এ মালেক, সাবেক কাউন্সিলর নাজিমউদ্দীন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালী, মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম। একাদশ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, আবু মোস্তফা হেনা, ডা. সাইফুল ইসলাম,আলী আজগর, কাজী মোজাম্মেল হক মানিক, মোহাম্মদ মহিউদ্দীন,শামিম বিল্লাহ, মো. নাছির উদ্দিন, অভিজিত সাহা, রাশেদ, আসাদুর রহমান, ফরিদ, রিয়াদ, মাসুদ্দৌল্লাহ চৌধুরী, কামাল সাফদার, পিন্টু, পংকজ, জাবেদ, প্রিন্স, আরফিন, মাসুদ, সাজু, রবিন, লিখন, রাজিব, রাজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস এর সকল ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার জোড় দাবি জানান এবং এতে একক কোনো ইভেন্ট যাতে বরাদ্দ না পায় সে ব্যাপারে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় ফুটবল টুর্নামেন্টে সালাহউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপিএসএলে নাহিদ-লিটন-রিশাদরা খেলার সুযোগ পাবেন তো ?