রিয়াজউদ্দিন বাজারে জামায়াতিদের সাথে বৈঠক করেছেন মোতালেব : নদভী

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনের সাংসদ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী এম এ মোতালেবকে উদ্দেশ্য করে বলেছেন, উনি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছেন, আমি দেখেছি গত দুই দিন ধরে রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেনে জামায়াতিদের সাথে বৈঠক করেছেন। একজন আওয়ামী লীগের সভাপতি নৌকার বিরুদ্ধে করবে এটা কল্পনা করা যায় না। উনি কি চিন্তা করতেছেন? কি ভাবতেছেন? গতকাল একজন বক্তব্যে বলেছে ওনাকে বহিষ্কার করে দিলেও নির্বাচন করবেন। অর্থাৎ জামায়াতিদের নিয়ে উনি নির্বাচন করবেন। উনি আওয়ামী লীগের সভাপতি হয়ে কিভাবে এ কাজগুলো করতেছেন এটা বোধগাম্য নয়, এটা কাম্য নয়। গতকাল বুধবার সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের নিকট মনোনয়নপত্র জমাদান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনাকে বুঝতে হবে। আপনি আওয়ামী লীগের সভাপতি আবার নৌকার বিরুদ্ধে। এটা সাংঘর্ষিক বিষয়, এটা হয় না। ওনাকে পদত্যাগ করতে বলেন। উনি স্বতন্ত্র নির্বাচন করুক। আমরা সবাই সহযোগিতা করবো। আমরা কোন সংঘর্ষে যাব না। উনি যাতে সুন্দরভাবে গণসংযোগ করতে পারে।

প্রথমে ওনাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের সভাপতি আবার নৌকার বিরুদ্ধে এটা মারাত্মক সাংঘর্ষিক বিষয়। বাংলাদেশে সরাসরি আওয়ামী লীগের সভাপতি নৌকার বিরুদ্ধে আর কোথাও নির্বাচন করতেছে কিনা আমার জানা নাই। যেভাবে নৌকার প্রতি ভালোবাসা ও আগ্রহ সৃষ্টি হয়েছে এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়ায় আমরা নৌকাকে জিতিয়ে নিয়ে আসব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামেও মামলার আবেদন, শুনানি শেষে খারিজ
পরবর্তী নিবন্ধঅবরোধে বিএনপির ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১০