রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সকাল ১০ টায় চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে আদালত চত্বরে নিয়ে যায় পুলিশ। কিন্তু তাকে এজলাসে নেওয়া হয়নি। বাইরে পুলিশের গাড়িতেই ছিলেন।
জেলা পুলিশের কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) জাকির হোসেন আজাদীকে বলেন, রিমান্ড শেষে আসামিকে এজলাসে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। তিনি বাইরে পুলিশের গাড়িতেই ছিলেন। তার উপস্থিতির বিষয়ে আদালতকে জানানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৪ সেপ্টেম্বর রাউজান, চকবাজার, পাঁচলাইশ ও চান্দগাঁও থানার পৃথক ৫ টি মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতেই তাকে এ গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে রাউজান থানার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।