রিমান্ড শেষে কারাগারে লতিফ

ডবলমুরিংয়ে আলম হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ে গত ৫ আগস্ট মো. আলম নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় রিমান্ড শেষে বন্দরপতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ড শেষে ডবলমুরিং থানা পুলিশ এম এ লতিফকে আদালতে হাজির করেন। তারও আগে গত ৩০ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগর পুলিশের উপকশিনার (প্রসিকিউশন) হুমায়ুন কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজকে (গতকাল) ডবলমুরিং থানার উক্ত মামলায় এম এ লতিফের জামিন চেয়েও আবেদন করা হয়। বিচারক তা নাকচ করে দিয়েছেন। আদালত সূত্র জানায়, গত ৫ আগস্ট ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে আনন্দ মিছিল বের করা হয়। বিপরীতে কিছু লোক অস্ত্র নিয়ে নগরের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, গুলি ও অগ্নিসংযোগ করে। এ সময় মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফিরছিলেন মো. আলম। এতে মো. আলমের মাথায় গুলি লাগে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ডবলমুরিং থানায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক সংসদ সদস্য এম এ লতিফসহ ২২৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহত ব্যক্তির ভাই জামাল উদ্দিন। মামলায় অজ্ঞাতপরিচয়ের ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তারের পর কারাগারে গান বাংলার তাপস
পরবর্তী নিবন্ধখুলশীর তিন সুপারশপে পলিথিনের বিরুদ্ধে অভিযান