রিমান্ড না মঞ্জুর, ৬ মামলায় কারাগারে চসিকের সাবেক কাউন্সিলর ডিউক

নিজস্ব প্রতিবেদক | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ডবলমুরিং থানার মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান জিনিয়ার আদালত এ আদেশ দেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, খুলনায় গ্রেপ্তার সাবেক কাউন্সিলর নাজমুল হককে ডিউককে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত নাজমুল হক ডিউককে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি হয়নি, তারিখ দেবেন আদালত।

এর আগে রোববার (২৭ অক্টোবর) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নাজমুল হককে ডিউককে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে খুলনা থেকে তাকে নগরের ডবলমুরিং থানায় আনা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, নাজমুল হক ডিউকের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানার তিনটি ও নগরের কোতোয়ালী থানায় তিনটিসহ এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য রয়েছে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে। খুলনা থেকে ডিউককে চট্টগ্রামে আনার জন্য ডবলমুরিং থানা পুলিশের একটি টিম গিয়েছিলেন। তারা সোমবার রাত পৌনে আটটার দিকে নগরের ডবলমুরিং থানায় পৌঁছান।

সূত্র জানায়, বড় সন্তানের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছিলেন নাজমুল হক। খবর পেয়ে তাঁকে সেখান থেকে দুপুরে গ্রেপ্তার করে খানজাহান আলী থানা পুলিশ। পরে তাকে সিএমপির পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅপসারিত হচ্ছেন না ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা : হাসান আরিফ
পরবর্তী নিবন্ধধর্মঘটে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে