রিজেন্সী এবং আলোর ঠিকানার জয়

তৃতীয় বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে রিজেন্সী স্পোর্টস এবং আলোর ঠিকানা নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত গতকাল রোববার দিনের প্রথম খেলায় রিজেন্সী স্পোর্টস ২০ গোলে উল্লাস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাখাওয়াত হোসাইন এবং নজরুল ইসলাম ১টি করে গোল করেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় আলোর ঠিকানা ৩১ গোলে মুক্তিযোদ্ধা কে সি লাল কে পরাজিত করে। বিজয়ী দলের এমরান হোসেন ২টি এবং মাহফুজুর রহমান ১টি গোল করেন। মুক্তিযোদ্ধার পক্ষে একটি গোল পরিশোধ করেন ছহিদ।

পূর্ববর্তী নিবন্ধবহমান সময়
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ফুটবল লিগে তৃতীয় দিনের দলবদল সম্পন্ন