প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ৪ দিনে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) দুপুরে দেড়টার দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তোলা হলে আদালত এ আদেশ দেন।
বাদিপক্ষের আইনজীবী ধীতিমান আইচ বলেন, আদালতে ১০ রিমান্ড চাওয়া হয়েছে। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এসময় বাদিপক্ষ ২০ লাখ টাকা পাবেন বলে সাহেদ আদালতে স্বীকার করেছেন বলে জানান আইনজীবী।-বাংলানিউজ
এর আগে সাহেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে তোলা হয়। আদালতে গ্রেফতার দেখানো হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানির জন্য সিএমএম শফি উদ্দিনের আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় ঢাকায় রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে ‘মেগা মার্ট’ নামে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।