কোয়লিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। আর এই দুই খেলায় জয় পেয়েছে রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও ঢাকা সিটি ক্লাব। দিনের প্রথম ম্যাচে রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৭ রানে পেরেন্টস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমি রান সংগ্রহ করে। জবাবে পেরেন্টস ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ইকবাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী এর ছোট ভাই এবং নূরানী জামে মসজিদ এর মোতোয়াল্লি খাইরুল বশর।
দিনের দ্বিতীয় খেলায় ঢাকা সিটি ক্লাব ৩২ রানে জুনিয়র ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নামা ঢাকা সিটি ক্লাব নির্ধারিত ওভারে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের কৌশিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন দ্যা পেনিনসুলা এর ডিরেক্টর এবং হোটেল সায়মন এর চেয়ারম্যান সাবেদুর রহমান সমু।