রিগ্যানসহ পরিবারের ১৬ সদস্য বিলাসী জীবন কাটাচ্ছে দুবাইয়ে

সংবাদ সম্মেলনে তথ্য

| বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

আজাদী প্রতিবেদন ম

আভিজাত্যকে পুঁজি করে নগরীর খুলশীতে বসবাস ও অফিস স্থাপন করে প্রতারণার ফাঁদ পাতে মোহাম্মদ ইসমাইল হোসেন রিগ্যান। ভয়ংকর এই প্রতারকের ফাঁদে পড়ে বহু মানুষই নিঃস্ব হয়েছেন। বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি এবং দামি মার্সিডিজ বেঞ্জ গাড়ির পাশাপাশি শত কোটি টাকার ঠিকাদারী ব্যবসার চমক দেখিয়ে সর্বস্বান্ত করেছে অসংখ্য মানুষকে। কৌশলে প্রায় তিনশ’ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে এই প্রতারক। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে দাবি করলেও প্রতারক রিগ্যানসহ তার পরিবারের ১৬ জন সদস্য বর্তমানে দুবাইতে বিলাসবহুল জীবনযাপন করছে বলেও অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে রিগ্যানের প্রতারণার চাঞ্চল্যকর এসব তথ্য বের হয়ে আসে। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা জানান, রিগ্যান ২০১৬ সালে নগরীর অভিজাত এলাকা খুলশীতে অফিস স্থাপন করে গ্লোবাল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা শুরু করেন। দেশের আনাচে কানাচে রেন্ট এ-কার, পুরোনো গাড়ি ক্রয় বিক্রয়, ঠিকাদারি ব্যবসায় অধিক মুনাফার লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা বিনিয়োগ করানোসহ নানাভাবে ধোকা দিয়েছে শত শত মানুষকে। তার ধোঁকা থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশী কেউ বাদ যায়নি। নানাজনের কাছ থেকে গাড়ি ও বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেয় রিগ্যান। একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে। যে চক্রের সদস্যরা রিগ্যানের পক্ষে বাজার সৃষ্টিতে বড় ভূমিকা রাখে বলেও সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
তারা বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর তারা খুলশীতে তার বাড়ি এবং অফিসে গেলেও তাদের কোন হদিস পাননি। স্থানীয় বাসিন্দা ও বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করে জানতে পারি প্রতারক রিগ্যান ২৭ সেপ্টেম্বর ভোর ৪ টায় সপরিবার ও তার সহযোগীদের নিয়ে সড়ে পড়েন। তার প্রতারণার শিকার হন ঐ ভবনের বাসিন্দা, ইমামসহ অনেকেই। প্রতারক রিগ্যান নিজের ফ্ল্যাট ও গাড়িও একাধিক মানুষের কাছে বিক্রি করেন। প্রতারক রিগ্যান এতই কৌসুলি যে পাওনাদারদেরকে বিভিন্ন সময় ফ্ল্যাট, গাড়ি ও বিনিয়োগকৃত টাকা ফেরত দিবে বলে বারংবার সুকৌশলে ঘুরাতে থাকে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, প্রতারক রিগ্যানের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। তার প্রতারণার শিকার হয়ে স্ট্রোক করে মারা যান নাজিম উদ্দিন নামক তার এক বন্ধু। প্রয়াত নাজিম উদ্দিনের স্ত্রী ইসমত আরা সংবাদ সম্মেলনে বলেন, রিগ্যানকে আমরা বিশ্বাস করেছিলাম। তাকে বিশ্বাস করে আমরা ১টি কার ও ১টি মাইক্রো, ১টি জেনারেটর ও ৫০ লক্ষ টাকা দিয়েছিলাম। রিগ্যান পালিয়ে যাওয়ার কথা শুনে আমার স্বামী স্ট্রোক করে মারা যান। এমনকি তাকে এতই বিশ্বাস করতাম তার আমাদের গাড়ির ডকুমেন্টসগুলো পর্যন্ত তাকে দিয়েছি। আমরা নিঃস্ব হয়ে গেছি। তিনি প্রতারক রিগ্যানকে দেশে ফিরিয়ে আনা এবং তার কাছ থেকে টাকা উদ্ধারে প্রশাসনকে পাশে চেয়েছেন।
তার প্রতারণা থেকে কেউ বাদ যায়নি বলে উল্লেখ করে সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, বড় ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, প্রবাসী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনীতিবিদ পর্যন্ত সবার টাকাই রিগ্যান মেরে দিয়েছেন। অভিনব কায়দায় কয়েকশ’ মানুষের তিনশ’ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়া এই প্রতারকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অফিসে বিখ্যাত এবং সেলিব্রেটি সব লোকজনের সাথে ছবি টাঙ্গিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতো সে। হাজীগঞ্জ বিএনপি নেতা রিগ্যান খুলশীর অফিসে প্রভাবশালী নানা মানুষের সাথে ছবি বাঁধাই করে ঝুলিয়ে রাখতেন। এই তালিকায় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, পুলিশের বড় কর্তা থেকে শুরু করে অনেকের ছবিই ঝুলছে। পরবর্তীতে জানা যায় যে, সবগুলো ছবিই এডিট করে তার ছবির সাথে জোড়া লাগিয়ে বড় করে দেয়ালে ঝুলানো হয়েছে।
রিগ্যান সাবেক মেয়র আ জ ম নাছিরের সাথে সুম্পর্ক আছে এমন পরিচয় দিয়ে সিটি কর্পোরেশনের বড় বড় প্রকল্পের ঠিকাদারী, পাহাড়ী অঞ্চলে সড়ক নির্মাণ, বঙ্গবন্ধু টানেল এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্প, এলিভেটেড এঙপ্রেসওয়েসহ চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ডের ঠিকাদারের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি সিইপিজেডের বিদেশি কোম্পানিগুলোতেও গাড়ি সাপ্লাই দেন বলে প্রচার করেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী রিগ্যান শহরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১৪২টি কার ও জিপ গাড়ি নিয়ে ভাড়ায় পরিচালনা করছিলেন। এভাবে বিভিন্নজনের বহু গাড়ি, একাধিক মানুষের কাছে বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে রিগ্যান বর্তমানে দুবাইতে অবস্থান করছেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা কন্টেনার টার্মিনাল আধুনিকীকরণে সৌদি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব
পরবর্তী নিবন্ধপরিবেশ রক্ষা ও হিংসা ছাড়ার আহ্বানে দুই বছর হেঁটে চট্টগ্রামে