কর্ণফুলীতে রিকশা ছিনতাই করতে গিয়ে শ্বাসরোধে কিশোর রিকশা চালক খুনের ঘটনায় অটোরিকশা ও মোবাইলসহ খুনি দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কর্ণফুলীর বন্দর এলাকা থেকে গত শনিবার সন্ধ্যায় মো. মোহসিন (১৮) ও মো. ইরফান (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মহসিন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. তারেকুল ইসলামের পুত্র ও ইরফান নগরীর সদরঘাট থানার মো. সোলেমানের পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজাদীকে বলেন, শাকিল পুরাতন ব্রীজঘাট এলাকায় একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করলেও সে মাঝে মধ্যে রাতের বেলায় ব্যাটারিচালিত রিকশা চালাতো। শুক্রবার রাতেও সে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। এঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আদালতে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. মহসিন। এছাড়া আরেক আসামি মো. ইরফানের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মো. মহসিন (১৮) চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেয়ার গোষ্ঠির বাড়ির মো. তারেকুল ইসলামের ছেলে। এছাড়া মো. ইরফান (২১) নগরীর সদরঘাট থানার ইটালী কলোনির মো. সোলেমানের ছেলে।
জবানবন্দিতে মহসিন জানিয়েছে, রিকশা ছিনিয়ে নিতে চালক শাকিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বলে অভিযুক্ত মো. মহসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়ার পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ইরফানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।












