রিকশাচালক রোজিনার গল্প

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

পুরুষশাসিত সমাজে নারী অবরুদ্ধ নানাভাবে। এরপরও যুগে যুগে নারী তার আগল ভেঙে বের হয়ে আসার চেষ্টা করেছে। জয় করেছে সকল সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতা। তেমনই এক নারী রোজিনা। শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছে এই নারী। এমন আরও দু’জন অসাধারণ নারীর গল্প সবার সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। বিশ্ব নারী দিবস উপলক্ষে চ্যানেলটি নির্মাণ করেছে ‘বিজয়িনী’ নামের বিশেষ অনুষ্ঠান। এতে রিকশাচালক রোজিনা ছাড়াও অংশ নিয়েছেন সেরিব্রাল পালসিতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় সরকারের মা সীমা সরকার এবং অদম্য নারী আতিকা রোমা। যিনি গণপরিবহনে নারীর প্রতি হয়রানি রোধে নারীদেরকে স্কুটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। নিরাপদ করেছেন নারীদের চলার পথ। ফেরদৌসী আহমেদ চৌধুরী লিপির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। কুইন রহমান বলেন, ‘আজকে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির মূল শক্তি হচ্ছে নারী। নারী উৎপাদনে অংশ নিচ্ছে। নারী অফিসে, আদালতে, শাসনে, এমন কি প্রতিরক্ষায়ও নারীর অবদান অনেক। সে পরিবেশকে মাথায় রেখে আমরা এবার ৩ জন নারীকে উপস্থাপন করার চেষ্টা করেছি। যাদের জীবন যুদ্ধের গল্পটা একটু আলাদা। যারা অসাধ্যকে সাধন করেছেন। তারা নারী সমাজের জন্য দৃষ্টান্ত হতে পারেন। ‘বিজয়িনী’ প্রচার হবে আগামী ৮ মার্চ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এটিএন বাংলায়।

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চের ভাষণ নিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে টেলিফিল্ম
পরবর্তী নিবন্ধ১২ মাসে ১২ সিনেমা!