রিকভারি টেবিল টেনিস কাপ প্রতিযোগিতার উদ্বোধন

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের সহযোগিতায় এবং মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আর্ক এর সার্বিক আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রসমূহ থেকে সুস্থতাপ্রাপ্ত রিকভারিং এডিক্টদের নিয়ে গতকাল ৩১ জানুয়ারী খুলশিস্থ আর্ক কমপ্লেক্সে রিকভারি টেবিল টেনিস কাপ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হেল্প মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মোরশেদ আলম শিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ক মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশিষ্ট সমাজকর্মী পারভেজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পারভেজ আহমেদ খান।

প্রধান অতিথি বলেন সবার অংশগ্রহণে এই ধরনের আয়োজন নিয়মিত করার মাধ্যমে একদিকে যেমন রিকভারিং এডিক্টদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে তেমনি পুনর্বাসন কেন্দ্রগুলোর মধ্যে আধুনিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমন্বয় বৃদ্ধি পাবে। তিনি আর্কের চিকিৎসাধীন রোগীদেরকে অতীত জীবনের ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন এবং মাদক মুক্ত থাকার নিয়মনীতিগুলো নিজেদের জীবনে অনুসরণ ও চর্চা করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে পারভেজ আহমেদ বলেন আর্ক বরাবরই মাদকাসক্ত যুবকদের মানসিক স্বাস্থ্য বিকাশে আধুনিক ও যুগপোযোগী চিকিৎসা পন্থা অবলম্বন করে। নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদন আয়োজনের মাধ্যমে রিকভারিং এডিক্টদের মাদক থেকে বিরত রাখতে চেষ্টা করা হয়। বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্র থেকে সুস্থতাপ্রাপ্ত রিকভারিং এডিক্টরা এই প্রতিযোগিতায় সর্বমোট ১০টি ডাবলস ও ১৭টি সিঙ্গেলস টিমে বিভক্ত হয়ে অংশগ্রহন করছে। প্রথমদিন ৪টি ডাবলস ও ৫টি সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে আবারো হারালো বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধকোয়াড ইভেন্টে বাংলাদেশ রানার আপ