নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। গানের শিরোনাম ‘জল’। এটি লিখেছেন ও সুর করেছেন তাপস চৌধুরী। সংগীতায়োজন করেছেন এম এইচ রাহেল। এরই মধ্যে তৈরি হয়েছে গানটির দৃষ্টিনন্দন ভিডিও। এটি নির্দেশনা দিয়েছেন ইকবাল হোসাইন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গানটি জি সিরিজের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে। খবর বাংলানিউজের।
গানটি প্রসঙ্গে লগ্না বলেন, আমি ফোক গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদের প্রকাশিতব্য গানটির কথা, সুর ও সংগীতায়োজন-সবকিছুই দারুণ হয়েছে।
নিজের গান বলে বলছি না, এ সময়ের শ্রোতাদের চাহিদা ও নিজের পছন্দ দুটির সমন্বয়েই গানটি তৈরি করেছি। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই গান শিখছেন লগ্না। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। সরল নামে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এ সংগীতশিল্পী। দলটির ব্যানারে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ শিরোনামের একটি গান শ্রোতাদের প্রশংসা পেয়েছিল।