হাটহাজারীতে রাস্তা পার হবার সময় পিকআপের ধাক্কায় মো. সাইফুর রহমান সাইফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ধলই ইউনিয়নের মনিয়া পুকুরপাড় বাজার এলাকায় হাটহাজারী–নাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ রাউজান উপজেলার পশ্চিম ফতেনগর এলাকার মো. মতিউর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ৪টার দিকে রাস্তা পার হবার সময় নাজিরহাটমুখী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয় সাইফকে। ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুন নুর জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো। নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।