জন্মই কি তাদের আজন্ম পাপ? যে সময়ে তাদের থাকার কথা ছিল নির্ভরতার স্থান মাতৃক্রোড়ে, সেই বয়সে তাদের ঠাঁই হচ্ছে আস্তাকুঁড়ে, কখনো পথের ধারে কিংবা রেল লাইনে। এমনই এক ঘটনা ঘটেছে গত সোমবার। মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তার পাশে কাতরাচ্ছিলেন প্রসব বেদনায়। খবর পেয়ে ছুটে এলেন পুলিশ। তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন। জন্ম হল এক শিশুর।
জানা গেছে, সোমবার বিকেলে বিশ্বরোডস্থ নয়াবাজারের কাঁচা বাজারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিও’র পরিচালক সুমন। এ সময় তিনি দেখেন পথের ধারে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাচ্ছে। তিনি ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম ছুটে আসে ঐ মহিলাকে উদ্ধারে।
সুমনসহ এসআই সতেজ ঐ নারীকে রাস্তা থেকে তুলে ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করান। সেখানেই একটি ছেলে সন্তানের জন্ম দেন ওই নারী। এরপর পুলিশ সদস্যরা লাইট হাউজ কনসোর্টিয়ামের কর্মী শারমিনের তত্ত্বাবধানে নবজাতক ও প্রসূতির উন্নত চিকিৎসার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। শেষ পর্যন্ত এক দম্পতির বদান্যতায় আপাতত তাদের কাছেই ঠাঁই হয়েছে নবজাতকের। আর তাকে জন্ম দেয়া নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগের ওয়ার্ডে রাখা হয়েছে বলে আজাদীকে জানিয়েছেন হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম।