রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে টেক্সির ধাক্কা

চালকসহ আহত ৫

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেঙি চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার হাটহাজারীনাজিরহাট সড়কের মুহুরীহাট বাজার সংলগ্ন ৩ নং মির্জাপুর ইউপি কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে একটি টেঙি নাজিরহাট থেকে যাত্রী নিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিল। উক্ত স্থানে পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টেঙি চালকসহ ৫ যাত্রী আহত হন। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসলে আবদুর রহিম ( ৫০), মাওলানা ফারুক (৭৫) ও চালক ফারুকের (৩৭) অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাদেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আহত রুপসী বড়ুয়া ( ১৮) ও হাবিবকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে
পরবর্তী নিবন্ধরপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখতে উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান