রাস্তার কাজে দুই নাম্বারি করলে কঠোর ব্যবস্থা

দক্ষিণ বাকলিয়ায় চাল বিতরণকালে মেয়র

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

অনিয়ম ও রাস্তার কাজের গুণগত মান নিয়ে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, রাস্তার উন্নয়ন কাজে যারা দুই নাম্বারি করে আপনারা তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবেন। কোনো দুই নাম্বারি কাজ এখানে হতে দেওয়া হবে না। এখানে সবাইকে কাজের গুণগত মান ঠিক রাখতে হবে; এটা সাধারণ মানুষের অধিকার। কোনো ধরনের ভাঙা রাস্তা এখানে থাকতে পারবে না। যারা কাজে তিন চার নম্বর ইট দেওয়ার চেষ্টা করছে তারা সাবধান। তাদের ব্যাপারে কিন্তু আমি একশনে যাব, যদি উল্টোপাল্টা কাজ করা হয়।

চসিক মেয়র গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর চর চাক্তাই মনছুর আলী সড়ক এলাকায় সিটি কর্পোরেশন কর্তৃক ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের অসহায় মানুষদের চাল ও স্মার্ট কার্ড বিতরণ এবং বিএনপির সদস্য ফরম পূরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি দক্ষিণ বাকলিয়ায় দুই শত পরিবারের মাঝে চাল বিতরণ করেন। এর আগে ডা. শাহাদাত হোসেন চর চাক্তাই সিটি কর্পোরেশন স্কুল মাঠের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। বক্তব্যে জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গ তুলে ধরে মেয়র বলেন, বাকলিয়াতে আপনারা একসময় দেখেছেন, জলাবদ্ধতা ছিল। ইনশাআল্লাহ এবার জলাবদ্ধতা কমেছে। ৫০৬০ শতাংশ জলাবদ্ধতার কাজ আমরা করেছি। আরও ৪০ শতাংশ কাজ বাকি আছে। এ কাজগুলো আগামী দুবছরের মধ্যে কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখবেন একটা সুন্দর শহর উপহার পাবেন। এজন্যই আমি কাজ করে যাচ্ছি। তবে পরিষ্কার শহর করার জন্য আমার সাথে আপনাদেরও কাজ করতে হবে। গ্রিন, ক্লিন ও হেলদি সিটি করবার জন্য।

রাজনৈতিক ইস্যু তুলে ধরে শাহাদাত হোসেন বলেন, কারা কী করেছে সেটার সবকিছু বেরিয়ে আসবে। তাই, সাধু সাবধান! এখানে কেউ মাফ পাবে না। খাজা বাবার দরবার শরীফ হচ্ছে আজমীরে। এখানে বিভিন্ন জায়গায় খাজা বাবার দরবার শরীফ খোলা হয়েছে। এগুলো থেকে সাবধান হন। বিএনপির রাজনীতির কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির রাজনীতিতে এখানে কেউ উড়ে এসে জুড়ে বসে না। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে সবাই রাজপথ ছিল এবং থাকবে। যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসুর সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা জসিম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী নবাব খান, ইউনুস চৌধুরী হাকিম, চসিক প্রকৌশলী মাহামুদ সাফকাত আমিন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, মো. ইউনুছ, চর চাক্তাই সিটি কর্পোরেশন স্কুলের প্রধান শিক্ষক মানিক বৈদ্য, বিএনপি নেতা নাজমুল হক নাজু, নসুরুল্লাহ খান, শওকত আকবর, এড. হেলাল উদ্দিন, ইয়াকুব খান, রেজিয়া বেগম মুন্নি, সানাউল কাদের চৌধুরী সানি, নুর আলম কালু, মো. খলিল, মো. সোহেল, মো. ফিরোজ, নুরুল আকতার, ফেরদৌস, সালাউদ্দীন বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের অধিকার নিশ্চিতে অংশীজনদের সাথে মমতার ডায়ালগ সেশন
পরবর্তী নিবন্ধসিসিএল জাতীয় টিম স্নুকারে ৮ম দিনের ফলাফল