রাস্তার ওপর অবৈধ গাড়ি পার্কিং ও নির্মাণ সামগ্রী

চসিকের অভিযানে জরিমানা

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীতে রাস্তার ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং ও নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৫ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকালে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ আনন্দীপুর ও পোর্ট কানেকটিং রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার উন্নয়নে দক্ষতার পরিচয় দিয়েছেন ইলিয়াস
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদককে নিজের লেখা দু’টি বই দিলেন মেজর (অব.) এমদাদ