দেশ যখন উন্নয়নের রোল মডেল এবং সারা দেশের রাস্তা–ঘাট যেখানে উন্নয়নের ছোঁয়ায় অত্যাধুনিক হয়ে গেছে, সেখানে এই সুসময়েও ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করছে। প্রায় ১৩ কিলোমিটার জায়গা জুড়ে প্রতিদিন গড়ে ৩ হাজারের বেশি মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু যাতায়াতের এই প্রধান সড়ক বিগত ১০ বছর যাবৎ মেরামত করা হচ্ছে না। বিশেষ করে পৌরসভা ভবনের পর থেকে বড়মা মোর, এলাংজানী এবং আহাম্মদাবাদ বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপনকে ব্যাহত করছে।
গ্রীষ্মকালে ধুলায়, আর বর্ষাকালে ছোট বড় অসংখ্য গর্তে ভর্তি হয়ে থাকে রাস্তা। আর এইসব ছোট বড় গর্ত যেন গাড়ি চলাচলে মরণফাঁদ। প্রায়শই ঘটে দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগে অসুস্থ রোগীরা। সঠিক সময়ে এম্বুলেন্স এসে রোগী বহন করতে পারে না। এমনকি রাস্তা ভাঙা থাকায় বাড়িতে ফেরার সময়ও রোগীরা অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাই এই রাস্তার সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
জান্নাতুল ফেরদৌস তানজিনা
শিক্ষার্থী,
ইসলামী বিশ্ববিদ্যালয়।