রাসেল কোনো পাখি? না না,
মেলতো তবু রঙিন ডানা!
রাসেল কি চাঁদ খুশির? না না,
খুঁজতো তবু তার ঠিকানা।
রাসেল ফুলের কুঁড়ি? না না,
ফুলের সাথে ছিল জানা।
রাসেল কোনো নদী? না না,
করত আপন দূর সীমানা।
রাসেল কি জোনাকি? না না,
আলোর দেশে দিতো হানা।
রাসেল মায়ের চোখের মণি
বাবার ছিল বুকের ধ্বনি।
রক্তভেজা রাসেলের মুখ
প্রিয় বাংলাদেশের মুখ।