রক্তের দাগ লেগে আছে যেই ইতিহাসে
পনের আগস্ট বছর ঘুরে তা ফিরে আসে।
অবোধ শিশুর বাঁচার আকুতি
নিঃসাড় করে সব অনুভূতি
রক্তপিপাসু হায়েনার মুখ চোখে ভাসে।
নরপশুদের রক্তের নেশা
প্রতিহিংসার কালো বিষে মেশা
শিশু রাসেলের রক্তের ছটা মাটি ঘাসে।
রাসেল শুধুই নাম নয় আর
বাঙালি জাতির চিরচেতনার
তারকার মতো উজ্জ্বল আলো আকাশে।
এই বাংলা যতদিন রবে
লক্ষ শিশু তানে কলরবে
দেখা যাবে সেই ছোট রাসেলের চোখে হাসে।