রাসেলকে রেখেই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের টিটোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রথমবারের মতো এই সংস্করণের দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ও বাঁহাতি পেসার জেডাইয়া ব্লেডস। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজের জন্য গত বুধবার ১৬ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ঘরের মাঠ জ্যামাইকার স্যাবাইনা পার্কে প্রথম দুই টিটোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৭ বছর বয়সী রাসেল। ২০১৯ সাল থেকে শুধু টিটোয়েন্টি খেলছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৮৪ টিটোয়েন্টিতে ১৬৩.০৮ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৭৮, উইকেট ৬১টি। দুটি টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় কাঙ্খিত ক্রিকেটারদের একজন রাসেল ক্যারিবিয়ানদের সবশেষ টিটোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেননি। ১৮ বছর বয়সী অ্যান্ড্রু জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন। ২৩ বছর বয়সী ব্লেডস একটি ওয়ানডে খেলেছেন গত বছর বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ৩০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ টেস্টে রান তাড়ায় স্রেফ ২৭ রানে অলআউট হয় তারা, টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এরপর থেকে প্রবল চাপে আছে তারা। প্রথম টিটোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে।

ওয়েস্ট ইন্ডিজ টিটোয়েন্টি স্কোয়াড : শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর
পরবর্তী নিবন্ধপ্রেমাদাসায় হরভজনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন শেখ মেহেদি