রাসূল (সা.) এর আদর্শই মানবতার চূড়ান্ত মুক্তি

জশনে জুলুছে বক্তারা

| বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জমা’আত গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখা ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর (.) র‌্যালি গত রবিবর সকালে অনুষ্ঠিত হয়। চুনতি বাজার থেকে আরম্ভ হয়ের র‌্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনাধীন বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে জমায়েত মিলাদ ক্বিয়াম, দোয়া মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।

মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবু বকর সিকদার। উদ্বোধক ছিলেন বাঁশখালী হামিদিয়া রাহিমা আলিয়া মাদরাসার আরবি প্রভাষক আল্লামা মুফতি নেছার উদ্দিন মুনিরী আলকাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ আজিজুর রহমান আজিজ, মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আবদুর রহমান রেজভী, ডা. নবী হোসাইন, ডা. আমিনুল ইসলাম, মাওলানা আবদুল লতিফ মুনিরী, মুহাম্মদ মুফিজুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা আবদুল গফুর, দেলোয়ার হোসাইন, হাফেজ নেজাম উদ্দিন, তারেকুল ইসলাম, আব্দুল হক, আহমদ উল্লাহ, হাফেজ এনাম, এরশাদ, ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা
পরবর্তী নিবন্ধনদী সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান