মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি : পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কক্সবাজার জেলার শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হয়।
এই আয়োজনের মধ্যে ছিল-র্যালি, আলোচানা সভা, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বর্ণাঢ্য র্যালিটি জসনে জুলুস কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। আলোচনা সভা, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী, গাউসিয়া হক মনযিলের সাজ্জাদানশীন রাহবারে আলম আলহাজ শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম) গৃহিত ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের মাধ্যমে পরিচালিত মানব কল্যাণমূলক বিশাল কর্মযজ্ঞের চিত্র, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। এই আয়োজন থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে “হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী আন্তর্জাতিক বিমানবন্দর” নামকরণের জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানানো হয়। হেলাল মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রামু ও কক্সবাজারের জাতীয় সংসদ, সায়মুল সরওয়ার কমল। অতিথি ছিলেন সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, এড. একরামুল হুদা, মাওলানা ফজলুল করিম, মোঃ মাকসুদুর রহমান হাসনী, আব্দুর রহমান, মোঃ আশরাফুজ্জামান আশরাফ, আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোঃ নাসির উদ্দিন, মোঃ শামসুল ইসলাম, নুরুল হক, জসিম উদ্দিন, ব্যাংকার মোস্তাক আহমেদ, মোঃ আজাদ, মোঃ হাশেম ও মাইজণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়কারী ও আশেক ভক্তরা অংশ গ্রহণ করেন। সভা পরিচালনা করেন তাজকিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি আরেফিন রিয়াদ।
পটিয়ার আমির ভাণ্ডার : পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৯তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসূল (সা.) মাহফিলের সমাপনী দিবস গত ১৮ অক্টোবর বাদে মাগরিব পবিত্র কোরআন শরীফের খতম আদায় ও নাতে রাসূলের (দ.) মাধ্যমে শুরু হয়। সমাপনী দিবসে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন আউলাদে গাউসুল আজম শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (মা.)। মেহমান হিসাবে বক্তব্য রাখেন আউলাদে গাউসুল আজম ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আউলাদে খোলাফায়ে গাউসুল আজম শাহজাদা সৈয়দ মীর মুহাম্মদ জসিম উদ্দিন, শাহজাদা সৈয়দ ফরিদুল আনেয়ার হাফেজনগরী, আল্লামা সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী, আল্লামা শেখ মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী। উপস্থিত ছিলেন শাহসুফি মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ করিমুল মোস্তফা আমিরী, শাহসুফি সৈয়দ খায়রুল মোস্তফা আমিরী, মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী, শাহসুফি সৈয়দ শমসুদ্দোহা আমিরী, শাহসুফি সৈয়দ নুরুল হুদা আমিরী, শাহসুফি সৈয়দ আছরার আমিরী, মাওলানা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, মাওলানা সৈয়দ ফোরকানুল হক আমিরী, সৈয়দ আসাদুজ্জামান তানিম আমিরী, আমির ভাণ্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দীন। প্রধান আলোচক ছিলেন
আল্লামা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া আজহারী। সমাপনী দিবসে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরী মোনাজাত করেন আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী।
রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারের জুলুস অনুষ্ঠিত হয়েছে। জুলুসটি রাঙ্গুনিয়ার নুরুল উলুম কামিল (এমএ) মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলুসে নেতৃত্ব দেন দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী (মা.)।
মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী : মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষা বিভাগের প্রধান ও গাউসিয়া জামান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারীর (মাঃ) নেতৃতে জশনে জুলুস মাদ্রাসা ময়দান হতে শুরু হয়ে মাইজভাণ্ডার রোড হয়ে নাজিরহাট বাজার দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন।
বায়তুশ শরফ মাদরাসা : বায়তুশ শরফের পীর লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, নবীজীর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা ও তাঁকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা ঈমানের পূর্বশর্ত। তিনি গত বুধবার বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বায়তুশ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী দিবসের আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল। মাহফিলে সমাপনী বক্তব্য রাখেন আনজুমানে ইত্তেহাদের সাধারন সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া। তাকরির করেন অধ্যক্ষ ড. আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, মুফতি মাওলানা মামুনুর রশিদ নুরী, মাওলানা গাজী আব্দুর রাজ্জাক, মুফতি মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা আবদুল কাদের নিজামী, ড. মাওলানা অলি উল্লাহ মুঈন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা শিহাব উদ্দিন।
উরকিরচর জনতা সংঘ : রাউজান প্রতিনিধি জানান, উরকিরচর জনতা সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) গত ১৭ থেকে ১৯ অক্টোবর উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এটি জনতা সংঘের ৪৭ তম ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল। ৩ দিনের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, জশনে জুলুছ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ। মিলাদ মাহফিলে আলোচক ছিলেন আল্লামা ইউছুপ আলকাদেরী। সভাপতিত্ব করেন এস এম জাহাঙ্গীর আলম সুমন।
চট্টগ্রাম শিশু একাডেমি : পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল বুধবার একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার। বক্তব্য রাখেন আলমগীর হোসেন, আবদুল খালেক ও মো. মহিউদ্দিন। দোয়া ও মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মুহাম্মদ নুরুল আসলাম।
চট্টগ্রাম সমিতি-ঢাকা : চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে ঢাকার তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বাদ আসর হতে খতমে কোরান, বাদ মাগরিব হতে তকরির ও বয়ান এবং সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মাহফিলে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপপরিষদের আহ্বায়ক জয়নুল আবেদিন জামাল ও মাহফিল সঞ্চালনা করেন নির্বাহী সদস্য ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপপরিষদের সদস্য-সচিব মোহাম্মদ মনসুর আলী চৌধুরী। ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সমিতির কর্মকর্তা, জীবনসদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ।
পটিয়ায় আমির ভান্ডারের জশনে জুলুছ : পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ থেকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা:) আগমন দিবস উপলক্ষে সালাতো সালাম সহকারে এক বিশাল জশনে জুলুছ বুধবার সকালে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তা আমির ভান্ডার দরবার শরীফে এসে শেষ হয়। পরে আমির ভান্ডার কমপ্লেঙ ও আমির ভান্ডার সংসদের যৌথ উদ্যোগে আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আমির ভান্ডার কমপেক্স সভাপতি শাহসূফি স্যৈয়দ ফরিদুল আবছার শাহ আল আমিরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ। বক্তব্য রাখেন স্যৈয়দ মামুন রশীদ শাহ আমিরী, শাহসূফি সায়েম উল্লাহ আমিরী, শাহসূফি কুতুব উদ্দিন শাহ আমিরী, শামুন রশিদ আমিরী, শাহসূফি তৌহিদ শাহ আমিরী, শাহসূফি ফখরুদ্দীন শাহ আমিরী, শাহসূফি খায়রুল মোস্তফা আমিরী , শাহসূফি মেহেরাজুল আলম আমিরী, শাহসূফি কামাল উদ্দিন আমিরী, শাহসূফি মহি উদ্দীন আমিরী, আমির হোসেন, আলমগীর আলম, এমএনএ নাছির, এম নাছির উদ্দিন, আমির হোসেন ম্যানেজার, মুহাম্মদ ইদ্রিস, অধ্যাপক এসএম রওশনগীর আমিরী, শাহসূফি খলিলুজ্জমান আমিরী, শাহসূফি শহীদ শাহ আমিরী, শাহজাদা নঈমুল মোস্তফা আমিরী, শাহজাদা আশরাফুজ্জমান আমিরী, শাহজাদা আসাদুজ্জমান আমিরী তানিম, শাহজাদা জিয়াউল হাসান আমিরী, মাষ্টার ফজলুল করিম প্রমুখ।