রাসুলের (সা.) প্রতি তরুণদের ভালোবাসার সর্বোত্তম প্রতিদান তাঁর আদর্শ অনুসরণ করা

আইআইইউসির সীরাত সেমিনারে আহমাদুল্লাহ | মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, রাসুলের (.) বিশেষ মনোযোগ ছিল তরুণ সম্প্রদায়ের প্রতি। রাসূল (.) তারুণ্য নিয়ে অনেক বেশি কথা বলেছেন। রাসূলের (.) প্রতি তরুণদের ভালবাসার সর্বোত্তম প্রতিদান হবে তাঁর আদর্শ অনুসরণ করা।

গতকাল সোমবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সকল বিভাগীয় ক্লাব আয়োজিত সীরাত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। আরও বক্তব্য রাখেন সিজিইডির প্রফেসর ড. বি এম মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির বিভাগীয় ক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মক্কি।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, তরুণদেরকে গন্তব্য ঠিক করতে হবে। জীবনের প্রতিটি বাঁকের জন্য পাথেয় ঠিক করতে হবে। ইবাদতকে জীবনের সাথে সম্পর্কিত করতে হবে। ধর্ম ছাড়া কর্ম অর্থহীন বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, রাসূলের আদর্শের মধ্যেই চিরন্তন কল্যাণ রয়েছে। রাসূল (.) যে ওহীর জ্ঞান দিয়েছে তাকে ধারণ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার দায়িত্বও তরুণদেরকে নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের দাবি
পরবর্তী নিবন্ধআইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সিপিডি অনুষ্ঠান