রাসুলের (দ.) শানে বেয়াদবির শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ গ্রহণের দাবি

আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ মিছিল

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেনভারতে রাসুলের (দঃ) শানে কটূক্তিকারী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টন্তমূলক শাস্তির প্রদানে ভারত সরকারকে বাধ্য করতে চাপ সৃষ্টি করতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এবং রাসুলের (দঃ) শানে বেয়াদবির শাস্তি মৃত্যুদন্ড আইন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি গোসাইলডাঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত লিয়াজোঁ কমিটির উদ্যোগে গতকাল জুমাবার রাসুলের (দঃ) শানে কটূক্তি ও দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (.) জুলুস এবং বিভিন্ন দ্বীনি স্থাপনায় ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩নং জেটি গেইট ফকির হাট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপরোক্ত মন্তব্য করেন। মাওলানা জামাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আক্কাস উদ্দীন খন্দকার, মাওলানা হাশমত আলী তাহেরী, মাওলানা সৈয়দুল আলম আলকাদেরী, মাওলানা তৌহিদ রিয়াদ আলকাদেরী, মাওলানা এস এম মাইনুদ্দীন আলকাদেরী, মাওলানা রাইহান উদ্দীন আলকাদেরী, মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, কামাল উদ্দীন, মুহাম্মদ শওকত মান্নান, নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ২নং গেটে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ঘর নির্মাণ করে দিল দৃষ্টি
পরবর্তী নিবন্ধইউএসটিসি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের চ্যারিটি ফাউন্ডেশন গঠন