গারাঙ্গিয়া শরীফের প্রাণপুরুষ হযরত শাহ্ছুফি মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ (রহ.) এর ৪৭তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে ত্বরিকত সম্মেলন, যিকর, ওয়াজ ও দোয়া মাহফিল শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের তত্ত্বাবধানে সাতকানিয়ার গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে গত ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ্ মাওলানা আনওয়ারুল হক সিদ্দিকী, ত্বরিকত সম্মেলনের প্রধান উদ্যোক্তা শাহসুফি মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী, এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
আলোচনা করেন সাতকানিয়া কাঞ্চনা আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, চুনতি হাকিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, মাওলানা শাহ আলম, মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আবদুল জলিল, মাওলানা নুরুল আজিম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইউসুফ বিন নুরী, মাওলানা দলিলুর রহমান আল–কাদেরী, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা শাব্বির আহমদ উসমানী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী। আমন্ত্রিত খোলাফায়ে কেরাম ছিলেন মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা শাব্বির হোসাইন আমিরী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মীর আহমদ আনসারী, মাওলানা আবদুল হালিম ফকির, মাওলানা আব্দুল হালিম রশিদি, শাহ্সুফি আবদুস সালাম ফকির। বক্তারা বলেন, ইসলামী জীবন বিধানের মূল উৎস হচ্ছে কোরআন। আর রাসুলের (দ.) জীবন হচ্ছে কোরআনি আদর্শের বাস্তব রূপায়ন। দরবারে আলীয়া গারাঙ্গিয়ার পীর সাহেব শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদির মিলাদ–কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।