রাষ্ট্র সংস্কারের জন্য কমপক্ষে ৩ বছর সময় দেয়া দরকার

মুক্ত সংলাপে চবি উপ-উপাচার্য

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য কমপক্ষে ৩ বছর সময় দেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট মিলনায়তনে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) আয়োজিত ‘শ্বেতপত্র প্রকাশই শেষ কথা নয়, সুপারিশ বাস্তবায়ন জরুরি’ শীর্ষক মুক্ত সংলাপে রাজনৈতিক দল ও দেশবাসীর প্রতি তিনি এ আহবান জানান। তিনি জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। মুক্ত সংলাপে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এ কে এনামুল হক। চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি ও সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক প্রফেসর ড. এ কে এম মাহফুজ পারভেজের সভাপতিত্বে মুক্ত সংলাপে আলোচনা করেন চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক। চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় মুক্ত সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও চবি তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল এবং মোহাম্মদ হাসান। প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা মূল ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তদন্ত কমিশন গঠন করা হয়। স্বাধীনতার পর ৯টি শিক্ষা কমিশন হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, অধিকাংশ ক্ষেত্রে এগুলোর রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি এবং বাস্তবায়নও হয়নি। সরকার বা দায়িত্বশীলরা শুধু দিন গুণে কখন সময় শেষ হবে, রিপোর্ট জমা দিবে এবং তা বস্তাবন্দি করবে। আসলে এ দেশটাকে কিছু দেওয়ার জন্য সহজে কেউ দায়িত্ব নিতে চায় না। তিনি আরও বলেন, সকল দুর্নীতি তদন্তে ও সুপারিশমালা বাস্তবায়নে সৎ, সাহসী ও দেশপ্রেমিক মানুষ দরকার। অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টে উল্লিখিত সুপারিশ বাস্তবায়ন ও জনসম্মুখে তা প্রকাশে সরকারের প্রতি তিনি জোর দাবি জানান।

তিনি বলেন, দেশের ব্যাংকিং সেক্টর নির্ধারিত রাজনীতিবিদদের হাতে চলে গিয়েছিল, যার কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আমরা আর ব্যাংক লুট চাই না, দুর্নীতি দমনে শুদ্ধাচার চাই, চাই যথাযথভাবে সংস্কার কার্যকর করার মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় বার্ষিক শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট সন্ত্রাস, জঙ্গিবাদসহ অন্যায়-জুলুমের বিরুদ্ধে