ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে গত ৮ নভেম্বর রাতে রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের পঞ্চম অভিষেক অনুষ্ঠান ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম শহরের লালখান বাজারের কপার চিমনী রেস্তোরাঁয় প্রোগ্রাম চেয়ারম্যান আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক রোটারিয়ানের অংশগ্রহণে সুশৃঙ্খল পরিবেশে বেশ সুন্দর ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। রোটারিয়ান মোহাম্মদ মুহসিন উদ্দিনের কোরআন তেলাওয়াত, রোটারিয়ান অ্যাডভোকেট খুশনুদ রাইসা উষিকার রোটারি প্রত্যয় পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন (উপসচিব) ও বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী।
প্রোগ্রাম চেয়ারম্যান আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ব্যাংকার মুহাম্মদ আলী মিঞা পিপির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি প্রফেসর ড. নাজিম উদ্দিন বলেন, “আমাদের রাষ্ট্র ও সমাজ নানামুখি সমস্যায় জর্জরিত। রাষ্ট্রের একার পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজসেবী সংগঠনগুলো স্ব স্ব অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোটারি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের মাধ্যমে বিশ্বব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। তাই এ ধরনের একটি মানবতাবাদী সেবামূলক সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পেরে নিজেকে বেশ ধন্য মনে করছি। এখন থেকে আমিও রোটারির সাথে সম্পৃক্ত হয়ে অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে সাধ্যমতো অবদান রাখার চেষ্টা করবো।”
সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আমিন (উপ–সচিব) রোটারির সেভেন এরিয়া অব ফোকাসের কথা উল্লেখ করে বলেন, রোটারি ক্লাবগুলো যে সাতটি ক্ষেত্রে জনকল্যাণমূলক কাজ করছে সিটি কর্পোরেশন ঠিক একই কাজগুলো করছে। এসময় অতিথিরাসহ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এছাড়া প্রধান অতিথি ও সম্মানিত অতিথি একজন অস্বচ্ছল মহিলা রোগী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে পড়াশোনার জন্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, সিনিয়র ডিস্টিক্ট রোটারি লিডার ডা. মইনুল ইসলাম মাহমুদ, রোহেলা খান চৌধুরী, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিডিএফএল ফারজানা হক রূপসা, চট্টগ্রাম রোটারি সেন্টারের সভাপতি পিপি রোটারিয়ান সাংবাদিক ওসমান গণি মনসুর, পিপি রোটারিয়ান এস এস এম কে আজিম পিন্টু, পিএজি রোটারিয়ান প্রফেসর ডা. মাহফুজুল হক,পিপি রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ ও সিপি রোটারিয়ান মো. এরশাদ চৌধুরী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী। সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার মো. সাফায়াত হোসেন। উপস্থিতির পরিসংখ্যান উপস্থাপন করেন রোটারিয়ান মিজানুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।











