রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়লে সমাজে আলোকিত মানুষ বাড়বে

উচ্চারকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আবৃত্তিশিল্পী ও সংগঠনগুলো কেবলমাত্র শিল্পের চর্চা করে না, তারা সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা কাঁধে নিয়ে সমাজ ও রাষ্ট্রের কূপমণ্ডুকতা দূরীভুত করার কাজও করে। তাই তাদের প্রতি রাষ্ট্রেরও দায়িত্ব থাকতে হবে। শিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রতি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা বাড়লে সমাজে আলোকিত মানুষ বাড়বে।
গত রবিবার নগরীর মোহাম্মদ আলী রোডের লেটেন্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘উনিশে উচ্চাারক’ শীর্ষক এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। উচ্চারক সভাপতি ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায়, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, কবি হোসাইন কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, চবি শিক্ষক মাছুম আহমেদ, কবি আশীষ সেন, সঙ্গীতশিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান ও আলাউদ্দিন তাহের, মিজানুর রহমান, সজল চৌধুরী, খনরঞ্জন রায়, চবি শিক্ষক সুবীর মহাজন, সাইদুল ইসলাম, স্কুল শিক্ষক নন্দিতা মাহমুদ কাকলী, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, মো. মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, বর্ষা চৌধুরী, অনন্যা দাশ, এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, চারুশিল্পী সাজ্জাদ তপু, শাহ হোসাইন, শামীমা ইয়াসমিন, জামশেদ হোসাইন, মন্দিরা বিশ্বাস, পুণম দত্ত, দিপা দাশ মিতু, ফারহীন মাহমুদ খান, রোখসানা আফরিন, পুস্পিতা দাশ, সাঈদ ফারহানা, মো. হামিদ উদ্দিন, নাজিফা তাজনুর, তমা হায়দার প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে জন্মদিনের কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উচ্চারকের সদস্যরা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান ও আলাউদ্দিন তাহের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন
পরবর্তী নিবন্ধকথাসাহিত্যিক সুচরিত চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ