হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এদেশ সবার, সবাইকে সম্মিলিতভাবে দেশটাকে রক্ষা করতে হবে। চট্টগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর গত মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগরে (বাবুনগর মাদ্রাসা) হেফাজতে আমির কার্যালয়ে তার সঙ্গে মতবিনিময় করতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোটা আন্দোলনে ছাত্র–জনতা হত্যার বিষয়ে সরকারের কোনো অনুতাপ ছিল না। তাই ছাত্র জনতার আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়। আমি সেই আন্দোলনে সমর্থন জানিয়েছিলাম। ফলে চলমান আন্দোলনে জালিম সরকার শেখ হাসিনার পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এ খবরে দেশের সাধারণ মানুষ ঘর থেকে রাস্তায় এসে বিজয় উল্লাস করেছে।
পরে হেফাজত আমির কোটা সংস্কার আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের গুলিতে আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন। এসময় তিনি ফিলিস্তিনের হামাস নেতা শহীদ ইসমাইল হানিয়াকেও স্মরণ করেন। এসময় সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, এসএম মনছুর আলম, মিয়া মোশরাফুল আনোয়ার, হাসানুল কবির, জয়নাল আবেদীন, মো. শাহরীয়া, মো. জাহাঙ্গীর, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দীন প্রমুখ।