রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমাবেশ

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক শফি উদ্দিন কবির আবিদ। সঞ্চালনায় ছিলেন মো. ফরহাদ। নগরীর নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, পাটকল বন্ধ করার পর সরকার এবার রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই করোনায় লাখ লাখ মানুষ কাজ হারিয়ে বেকার। তাই দরকার ছিল নতুন কর্মস্থান সৃষ্টি করা। অথচ তা না করে লোকসানের অজুহাতে চিনিকল বন্ধের অমানবিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ নয়, এর আধুনিকায়ন করা প্রয়োজন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুন্নবী কনক, সদস্য মো. ফিরোজ, নাসিরউদ্দিন, সুরুজ মিঞা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক তৃতীয়াংশ ব্যাংকে ৭৩% আমানত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সাহিত্য সংস্কৃতি চর্চায় আশীষ বড়ুয়া ছিলেন নিবেদিত