প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। আগামীকাল বুধবার সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই পদক প্রদান করা হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম এ ব্যাজ পরিয়ে দিবেন। পদক পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ আজাদীকে বলেন, পদক প্রাপ্তিতে অনেক ভালো লাগছে। পুলিশ সবসময়ই ভালো কাজ করার চেষ্টা করে, আমিও করেছি। সদাশয় সরকার আমার ভালো কাজের স্বীকৃতি দিয়েছেন। ভালো লাগছে। আমি সরকারের নিকট কৃতজ্ঞ, মহান আল্লাহর দরবারে শোকরানা জানাচ্ছি।
হাসিব আজিজ বলেন, এই ধরনের স্বীকৃতি দায়িত্ব বাড়িয়ে দেয়। আমারও আরো ভালো কাজ করার দায়িত্ব বেড়ে গেলো। ভবিষ্যতে আরো ভালোভাবেই ভালো কাজ করার নিরন্তর চেষ্টা করবো ইনশাল্লাহ! ভবিষ্যতে যাতে মানুষের উপকার করতে পারেন, ভালো কাজ করতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সিএমপি কমিশনার।
একই অনুষ্ঠানে সিএমপি কমিশনার ছাড়াও এ বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১২ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এঙ্মেপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজি ব্যাজ)।
জানা গেছে, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ এসব পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এঙ্মেপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ–২০২৪’ প্রদান করা হচ্ছে।
সিএমপি থেকে আইজিপি ব্যাজপ্রাপ্তরা হলেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন, পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ, কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. রুবেল আফ্রাদ, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির এসআই আহলাদ ইবনে জামিল, এসআই মো. জিয়া উল হক, কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল রানা হামিদ, সিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাংগীর, সিএমপি সোয়াট টিমের এএসআই দেওয়ান মো. হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ ইমরান।