চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালামকে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির উদ্যোগে দেয়া এক গণ সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার স্থানীয় রয়েল রোজ রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সামাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাফর আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন দিদার, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং জনতা ব্যাংক ইউএইর প্রধান নির্বাহী কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সহ–সভাপতি শওকত আকবর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুন্নবী রওশন, আজিম উদ্দিন শিকদার, মোহাম্মদ ইয়াকুব, এস এম আলাউদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে এম এ সালাম বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে তারা বিকৃত ইতিহাসের ধারক। আমাদের গৌরবময় অর্জনের ইতিহাসে তাদের কোন অংশ নেই। তাদের উদ্দেশ্য মহৎ নয়। বঙ্গবন্ধু আমাদের জন্য দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু কন্যা দরদী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ১৮ কোটি মানুষের কল্যাণে নিরলস কাজ করছেন। দেশের স্থলে অন্তরীক্ষে যে উন্নয়ন হয়েছে তাকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগকে আবার নির্বাচিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।