রাষ্ট্রদূত হচ্ছেন মুশফিকুল ফজল আনসারী

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে সরব অবস্থানে থাকা সাংবাদিক এম মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বিদেশে বাংলাদেশের কোনো মিশনে রাষ্ট্রদূত করে পাঠানোর জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। খবর বিডিনিউজের।

অনলাইন নিউজ পোর্টাল জাস্টনিউজবিডির সম্পাদক এবং ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেকটিভস’র নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী এক সময় দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। তার আগে বার্তা সংস্থা ইউএনবিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি কাজ করেছেন। লেখালেখি করেছেন ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায়। এক সময় বিটিভিতে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করতেন মুশফিকুল ফজল আনসারী।

পাশাপাশি এনটিভিতে ‘হ্যালো এঙেলেন্সি’ নামে একটি অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে গার্মেন্টসকর্মী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমোরশেদ হোসেন, ড. সানাউল্লাহ্‌ ও রেজাউল করিম আজাদ পরিষদের মতবিনিময় সভা