রাশেদ রফউ-এর অন্ত্যমিল

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

এখন সময়

কোথায় এখন আইনআদালত

সবাই নাচে দেদারসে

নিজের কাছে নিজেই সেরা

কার ধার আজ কে ধারছে।

বুঝছি না কেউ কথায় কথায়

করছি এখন ক্ষতি কার!

এমন একটা সময় এলো

যায় কি পাওয়া প্রতিকার!

যদিও জানি জ্ঞানী মানুষ

কথাতে নয়, কাজে বেশি;

পুরোন হলেও আবার বলি

খালি কলসি বাজে বেশি।’

পূর্ববর্তী নিবন্ধটিনের ঘেরাও দিয়ে পাহাড় সাবাড়
পরবর্তী নিবন্ধজীবনের অপার বিস্ময়