রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

মানুষেরা

মানুষেরা করে ঝগড়া বিবাদ

মানুষেরা থাকে নিন্দায়

হিংসায় থাকে কেউ কেউ আর

কারো কারো দুখে দিন যায়।

 

মারামারি চলে কোথাও কোথাও

বাড়াবাড়ি হয় তর্কে

তর্কে তর্কে এভাবে অনেকে

পর করে ফেলে ঘরকে।

 

তবু বলি শোনো মানুষেরা থাকে

আপদেবিপদে আশাতে

মানুষেরা থাকে একে অন্যের

মমতায় ভালোবাসাতে।

পূর্ববর্তী নিবন্ধবিপর্যস্ত বিশ্বভারতী আক্রান্ত অমর্ত্য সেন
পরবর্তী নিবন্ধসাইকেলের সওয়ারি ভোমরা হতে তামাবিল