ইতিহাস থেকে
শখ করে কেউ বিড়াল পোষেন
কেউ বা পোষেন কুকুর-
কারো কারো চাই ফলে ভরা গাছ
কারো চাই মাছ-পুকুর।
ময়ূর হরিণ কেউ কেউ পোষে
কারো ভালোবাসা ওই খরগোশে
দুধ কলা দিয়ে আদর সোহাগে
কেউ কেউ পোষে সাপকে-
ভালোবাসা যত দেখান তবুও
পাপ তো ছাড়ে না বাপকে।
বড় বড় গলা বড় বড় মুখে
বড় বড় কথা বলা যায়-
ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে
সামনের পথ চলা যায়?