রাশেদ রউফ এর অন্ত্যমিল

| সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

মুখের লাগাম

তখতে যারা আসীন থাকে
ভাবতে কি হয় অনেক কিছু,
প্রচুর ভক্ত থাকলেও কি
বিচ্ছু ছোটে তাদের পিছু?
মুখের যদি লাগাম টানি
বইবে জানি সুখের হাওয়া
ছন্নছাড়া মন্তব্যে
বন্ধ হবে নাওয়া-খাওয়া।
‘কাল-পাত্র’ যে বোঝে না
হর-হামেশা ঠকবে সে
মস্তিষ্কে ঝামেলা যার
আবোল-তাবোল বকবে সে।