ভেতর বাহির
আজ যেখানে হাসি খুশি
কাল সেখানে কান্না
আজ হয়তো পোলাও কোর্মা
কাল বন্ধ রান্না!
গ্যারান্টি নেই এই জীবনের
তবুও চলছে বড়াই কি!
ন্যায় অন্যায় – ধার ধারি না
মৃত্যুকে কেউ ডরাই কি!
বাইরে থেকে যায় না বোঝা
যায় না দেখা চিহ্ন
আমরা হলাম এমন মানুষ
ভেতর বাহির ভিন্ন।