ভুল
এক ঘটনা শেষ না হতেই
অন্য একটা ঘটে
একটি কথা এ–কান ও–কান
হাজার কানে রটে।
দু চোখ মেলে সব দেখি আজ
দু কান পেতে শুনি,
সব ঘটনার রঙিন চারা
বুকের ভেতর বুনি।
বুনতে থাকি, গুনতে থাকি
এই গণনার কূল নেই
ভুল থাকলেও যায় না বলা
কারণ তাদের ভুল নেই।
| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ