অভিনয়
অভিনেতারাই করে অভিনয়
কথাটি সবার জানা আছে
অভিনয় দেখে আপ্লুত হই
সেটা বলা কোনো মানা আছে?
কিন্তু হয়তো অনেকে জানে না
সকলেই করে অভিনয়
সকলে হয়তো কবিতা লিখছে
অনেকেই তবে কবি নয়।
কারো অভিনয় ধরা পড়ে আর
অনেকের ধরা পড়ে না
সকলের মন তোলে আলোড়ন
দুচোখের পাতা নড়ে না।