দখল
মন খুলে তো লিখতে বলেন
কে কী রকম ভূমিকায়
কে করছে অর্থ পাচার
কে কোথায় আজ ভূমি খায়।
সবাই আছে নিজের মতো
যে যার পদে সম্মানে
তারাই আছে শ্রেষ্ঠ স্থানে
যাদের লোকে কম মানে।
দখল চলে জায়গা জমি
দখল বেতার–টিভি আজ
কৌতুক অভিনেতাও সাজে
বিরাট বুদ্ধিজীবী আজ।