অস্থিরতা
আজ যদি হয় একটু খারাপ
কালকে আরো বেশি
চতুর্দিকে ঘাত–সংঘাত
হিংসা–রেষারেষি।
গণ্য করে কাকে মানুষ
মান্য করে কাকে
স্রোতের সঙ্গে চলছে সবাই
ভাসছে ঝাঁকে ঝাঁকে।
আসল ছাড়াই নকল নিয়ে
কেবল মাতামাতি
অস্থিরতায় নাস্তানাবুদ
ছদর–বদর জাতি।
| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ