রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

অস্থিরতা

আজ যদি হয় একটু খারাপ

কালকে আরো বেশি

চতুর্দিকে ঘাতসংঘাত

হিংসারেষারেষি।

গণ্য করে কাকে মানুষ

মান্য করে কাকে

স্রোতের সঙ্গে চলছে সবাই

ভাসছে ঝাঁকে ঝাঁকে।

আসল ছাড়াই নকল নিয়ে

কেবল মাতামাতি

অস্থিরতায় নাস্তানাবুদ

ছদরবদর জাতি।

পূর্ববর্তী নিবন্ধক্যানসার আক্রান্ত শিশুদের মাঝে ঈদ উপহার ও অনুদান বিতরণ
পরবর্তী নিবন্ধকথায় ও স্মৃতিচারণে খালিদ আহসানকে স্মরণ